¡Sorpréndeme!

Mohun Bagan| I-League 2019/20 Trophy: কোভিড ভুলে মোহনবাগানের ঐতিহাসিক আই লিগ জয়ে রাজপথে সমর্থকেরা

2020-10-19 4 Dailymotion

৮ মাসের অপেক্ষার আজ অবসান হল। অবশেষে মোহনবাগানের (Mohun Bagan) হাতে আই লিগের (I-League 2019/20) ট্রফি (Trophy) তুলে দেওয়া হল। ৮ মাস আগে আই লিগ জিতেছিল সবুজ-মেরুন। করোনার জন্য স্থগিত ছিল ট্রফি দেওয়া। আজ শহরের একটি পাঁচতারা হোটেলে কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রফি তুলে দিলেন এআইএফএফ (AIFF) কর্তারা। পস্থিত ছিলেন আই লিগের সিইও সুনন্দ ধর এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় এবং মোহনবাগানের শীর্ষকর্তারা। বিকেলে ক্লাবে রয়েছে এই আনন্দে অনুষ্ঠান।

#MohunBaganWinsILeague # ILeague201920Trophy #LatestLYBangla